দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তখনো গমগম করছে পাকিস্তানের ঝড়ো সূচনায়। শুরুতে ওপেনাররা ভারতীয় বোলারদের উপর ছড়িয়েছিলেন দাপট। মনে হচ্ছিল, ফাইনালের মঞ্চে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাবরবিহীন পাকিস্তান। কিন্তু মাঝপথে হঠাৎ থেমে গেল সেই ছন্দ। কুলদীপ যাদবের ঘূর্ণিজালে ভরাডুবি হলো পুরো মিডল অর্ডার, ১৯.১ ওভারে অলআউট পাকিস্তান ১৪৬ রানে।টস জিতে ফিল্ডিং নেওয়া সুর্যকুমার যাদবের সিদ্ধান্তে প্রথমে প্রশ্ন উঠেছিল। কারণ ইনিংসের প্রথমভাগেই পাকিস্তানের ওপেনাররা দেখিয়ে দিয়েছিলেন আক্রমণাত্মক মেজাজ। সাহিবজাদা ফারহান আর ফখর জামানের জুটিতে অর্ধেক পথেই ওঠে যায় ৮৪ রান। ম্যাচ তখন পাকিস্তানের হাতেই চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল।কিন্তু বরুন চক্রবর্তীর এক ওভারেই ভাঙে দৃঢ় ওপেনিং জুটি। ৩৮ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ফারহান। সেই ধাক্কা সামাল দিতে নামা সাইম আয়ুবও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩তম ওভারে কুলদীপের শিকার হয়ে ফেরেন...