আগামী সাত দিনের মধ্যে দুই দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজকুনিপাড়া বিজয় সরণি টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।দাবিগুলো হলো, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসন।এই দুই দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা গত ৯ আগস্ট থেকে টানা ৫০ দিনযাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় রাজধানী ঢাকায় প্রতীকী হরতাল পালন করে আন্দোলনকারীরা। ১৫ মিনিটের প্রতীকী হরতাল পালন শেষে বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তারা।সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : নাহিদসংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের...