ভাগ্য যেন দ্রুত বদলাচ্ছে ‘সাইয়ারা’ খ্যাত বলিউডের উদীয়মান তারকা আহান পান্ডের। সাইয়রা সিনেমার জনপ্রিয়তার রেশ থাকতেই এবার বলিউডের নামজাদা পরিচালক সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আহান। সম্প্রতি মুম্বাইয়ের অফিসের বাইরে বানসালির সঙ্গে দেখা হয় এই তরুণ অভিনেতার। যা সোশ্যাল মিডিয়ায় এক প্রকার জল্পনার ঢেউ ওঠে। প্রশ্ন ওঠে বলিউডের নতুন হার্টথ্রব কি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন? ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে আহান একটি সাদা মার্সিডিজ থেকে নেমে দ্রুত বানসালির অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করছেন। হালকা রঙের শার্ট এবং ডেনিম প্যান্ট পরা অভিনেতা পেছন থেকে ক্যামেরাবন্দি হয়েছিলেন। যেহেতু মুখ দেখা যায়নি, তাই ক্লিপটির সত্যতা নিশ্চিত করা কঠিন। যদিও তাতে উৎসাহে খুব একটা ভাটা পড়েনি আহান-অনুরাগীদের। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড, এটা...