বগুড়ায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটির সঙ্গে সংষর্ষে হলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই যুবক। রোরবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তারা দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন-মোকামতলার পাকুড়তলা এলাকার জিহাদ সরকার ও রহবল এলাকার আবিদ হাসান। দুজনের বয়স প্রায় ১৮ বছর। প্রত্যক্ষদর্শী জালাল জানান, বগুড়া শহরের ‘মম ইন’ নামের একটি রেস্তোরাঁ থেকে চারজন যুবক দুইটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। বেপরোয়া গতির পাশাপাশি সড়কে সাপের মত এঁকে বেঁকে বাইক চালাচ্ছিলেন তারা। গোকুল খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল...