রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার রাতভর এ হামলা চালানো হয়। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এ সময় রাশিয়া থেকে ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলোর মধ্যে ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় অন্তত চারজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ১২ ঘণ্টার বেশি সময় ধরে এ হামলা চলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর সবচেয়ে বড় লক্ষ্য ছিল কিয়েভ। হামলার সময় প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের দক্ষিণাঞ্চলের দুটি শহরের আকাশসীমা বন্ধ করে দেয়। বিপদের হুমকি শেষ না হওয়া পর্যন্ত আকাশে অবস্থান করে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে কিয়েভের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আকাশে রুশ ড্রোন উড়ছিল। এ সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। হামলার...