ওরে রাইখা কোথাও যাইতাম না। আজকে আমার মেয়ে আমারে রাইখা কই রইলো? কান্নায় ভেঙে পড়েন রিয়ার মা নিস্তব্ধতায় তাদের ঘর শুধুই ইট-পাথরের কোটা, যেনো নেই কোনো প্রাণ। অন্য সবার ঘরে পূজার উচ্ছ্বাস থাকলেও গোপ পরিবারে এখনও শোকের ছায়া। বার বারই জেগে উঠে তাদের হৃদয়ের শূন্যতা। রিয়া শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিজ বাড়ির ছাদে খেলা করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি। শহরের ব্যস্ততম এলাকার একটি চার তলা ভবনে থাকেন রিয়ার পরিবার। বাবা দীপক কুমার গোপ বাসায় ছিলেন না। একটি কক্ষে বসে ছিলেন রিয়ার ঠাকুমা। একটু পরে আসলেন মা বিউটি ঘোষ। বাড়ির একপাশে একটি মন্দির ও অন্যপাশে নয়ামাটি পূজামণ্ডপ। পূজা উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয়েছে...