নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে প্রার্থী সম্পর্কে নাগরিকের তথ্য পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। সেজন্য ভোটারদের প্রার্থী সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনা আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। বদিউল আলম মজুমদার বলেন, ‘তথ্য প্রাপ্তির অধিকার নিয়ে ভারতের আদালত সুস্পষ্টভাবে বলেছে, প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকার জনগণের বাক-স্বাধীনতার অংশ। তারা নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।’ তিনি বলেন, ‘গত নির্বাচন কমিশন যে পাতানো নির্বাচন কমিশন হয়েছিল, পাতানো হবে, সেটা গঠন করা হয়েছিল, এই তথ্য কমিশনে গিয়ে কিন্তু পাই নাইÑ স্পষ্টত কার নাম...