বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে ফরিদপুরে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। রবিবার পূজার প্রথম দিন সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজের আয়োজন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর সদরের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদ। মতবিনিময়কালে এ. কে. আজাদ বলেন, “আগামী দিনে দেশকে গড়ার জন্য আগের মতো কাজ করব। বেকারত্ব দূরীকরণে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব।” তিনি আরও জানান, সংসদ সদস্য থাকাকালে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবেন।সনাতন ধর্মাবলম্বী নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি কাজ করি মানুষের জন্য। আগামীতেও কাজের ধারাবাহিকতা চান ফরিদপুর-৩ আসনের জনগণ।” জানা গেছে, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত...