২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম খাগড়াছড়িতে সংঘটিত ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার ও পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চবির জিরো পয়েন্ট মোড়ে পার্বত্য চট্টগ্রামের সচেতন ছাত্র সমাজ ব্যানারে এ কর্মসূচি আয়োজন করেন শিক্ষার্থীরা। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপর পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবর্ষণ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদ জানান সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা। এসময় অবিলম্বে ইউপিডিএফসহ পাহাড়ের সকল সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধের দাবি করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঘোষিত অবরোধ চলাকালে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ সশস্ত্র হামলা চালায়। তারা নিরীহ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি ছুঁড়ে। পাশাপাশি একাধিক ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায়, দোকান লুটপাট ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার ঘটনাও ঘটে।...