মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং নির্বাচন কমিশনও প্রস্তুত। তিনি বলেন, “বাইরে কে কী বলল এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২০২৫-২৬)’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি দেশের মৎস্যসম্পদ রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমুদ্র ও উপকূলে কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে মাছের অতিরিক্ত আহরণ ঘটছে, যা দেশের মূল্যবান মৎস্যসম্পদ ধ্বংসের মুখে ফেলছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় বিধিবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে।ফরিদা আখতার আরও বলেন, মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে ট্যুরিজম নিয়ন্ত্রণ জরুরি। মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে-তাকে জমি ইজারা দেওয়া যাবে...