৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের অনুষ্ঠিত ৪৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপ, অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে পিএসসি আরও জানিয়েছে, লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে পিএসসির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই এবার ফল প্রকাশ...