উদাহরণ দিয়ে জেড আই খান পান্না বলেন, তিনি গত ২৮ আগস্ট মঞ্চ ৭১ থেকে একটি গোলটেবিল বৈঠক ডেকেছিলেন। ইস্যু ছিল মহান একাত্তরের মুক্তিযুদ্ধের যাতে কোনো মর্যাদাহানি না হয় এবং বাহাত্তরের সংবিধানের সংরক্ষণ যাতে করা যায়—এটা নিয়ে আলোচনা। অতিথিদের অধিকাংশ ছিল ৭০ বছরের ওপরে। দু-তিনজনের মতো ছিল ৬০ বছরের ওপরে। সেখানে যারা আক্রমণ করল, মব করল, তাদের কারও বিরুদ্ধে কোনো মামলা হলো না। মামলা হলো ভুক্তভোগীদের বিরুদ্ধে। ফলে এই আইন, এই প্রশাসনের প্রতি তার শ্রদ্ধা থাকবে কোত্থেকে, সেই প্রশ্ন রাখেন তিনি।রাষ্ট্রযন্ত্র এখন সঠিকভাবে চলছে না? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেড আই খান পান্না বলেন, ‘সঠিকভাবে না, বেঠিকভাবে চলছে। উল্টাভাবে চলছে।’এখানকার (ট্রাইব্যুনাল) বিচারব্যবস্থা কেমন—এমন প্রশ্নের জবাবে জেড আই খান পান্না বলেন, ‘রাষ্ট্রের কি বাইরে এটা? এটা কি বাংলাদেশের বাইরে?’ক্ষমতায় যারা থাকে, তারা...