ওই ব্যক্তিদের বরাতে জানা গেছে, স্ত্রী ড. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন তারেক। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও তারা ইঙ্গিত দিয়েছেন। এদিকে, তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যেতে ইচ্ছুক ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা ইতোমধ্যে নিজেদের আগ্রহের কথা জানালেও, পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। বিএনপি...