দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি গমগম করছে ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপে। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর সেই সুযোগটা বেশ কাজে লাগাচ্ছে পাকিস্তানের টপ অর্ডার। মাত্র ১১ ওভার শেষে একটি উইকেট হারিয়ে রান তুলে ফেলেছে ৯৮, যা ফাইনালের জন্য নিঃসন্দেহে স্বপ্নের সূচনা।ম্যাচে সর্বাধিক আক্রমণাত্মক ছিলেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫৭ রান করে তিনিই ইনিংসের ভিত গড়ে দেন। ভরসা জাগাচ্ছিলেন, কিন্তু নবম ওভারের শেষ দিকে বরুন চক্রবর্তীর শিকারে পরিণত হন। পাকিস্তানের স্কোর তখন ৮৪/১। তবু তার ব্যাটে ইতোমধ্যেই ম্যাচের গতি পাল্টে যায়।অন্য প্রান্তে অফফর্মে থাকা সাইম আইয়ুব আছেন ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। ৬ বলে ১১ রানে তিনি এখনো অপরাজিত। ফখর জামানও ২৬ রান করে আছেন ক্রিজে। দুই বাঁহাতির এই জুটি ভারতের বোলারদের ওপর চাপ বাড়াচ্ছে প্রতিটি বলে।ভারতের বোলাররা...