যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫১) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর রাতে নিহতের স্ত্রী তানিয়া বেগম ওরফে পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলে বাপ্পি তালুকদারকে নিয়ে বসবাস করতেন তিনি। আটককৃতরা হলেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের তিন ভাই- গোবিন্দ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস ও তারাপদ বিশ্বাস। অন্যজন একই গ্রামের উত্তম দত্ত। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নসিব তালুকদার পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে...