চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে নাহার ফুডস লাইভ বেকারিসহ ৪ প্রতিষ্ঠানে খাবারে মেয়াদহীন রং, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে সত্যতা পেয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোক্তার সহকারী পরিচালক মো. আনিছুর রহমান মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ উপস্থিত ছিলেন।অভিযান সূত্র জানায়, নগরীর বহদ্দারহাট এলাকায় খাবারে মেয়াদহীন রং ব্যবহারসহ বিভিন্ন অপরাধে নাহার ফুডস লাইভ বেকারিসহ ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রেললাইনে আটকে পড়ল নসিমন, অতঃপর...জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় নষ্ট কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবারে মেয়াদহীন...