পণ্য পরীক্ষার বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় পাকিস্তান থেকে সরাসরি কনটেইনার জাহাজ নিয়মিত বাংলাদেশে আসছে। আগে পাকিস্তানের পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু বিগত ২০২৪ সালের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক প্রজ্ঞাপনে ওই বাধা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উঠিয়ে নিয়েছে। ফলে ওই বছরের নভেম্বর থেকে পাকিস্তান থেকে সরাসরি পণ্য নিয়ে কনটেইনার জাহাজ বাংলাদেশের বন্দরে আসছে। বিগত ২০২৪ সালে পাকিস্তান থেকে সরাসরি আসা কনটেইনার জাহাজের সংখ্যা ছিল দুটি আর চলতি বছরের এ পর্যন্ত চারটি জাহাজ এসেছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে জড়িত এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য আরো বাড়াতে গঠন করা হচ্ছে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চট্টগ্রাম সফরে বলেছেন, দুই দেশের মধ্যে জাহাজ...