এতে বলা হয়, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের বছরে কমপক্ষে ৭৫ শতাংশ সভায় উপস্থিত থাকতে হবে। যদি কোনো সদস্য তিনবার অনুপস্থিত থাকেন, তবে তার পদ শূন্য বলে গণ্য হবে। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের কর্মদক্ষতা প্রতি বছর মূল্যায়ন করা হবে। চেয়ারম্যান অন্য সদস্যদের মূল্যায়ন করবেন, আর সদস্যরা চেয়ারম্যানকে মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে পরিচালনা পর্ষদ পুনঃনিয়োগ বা চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের গোপনীয়তা রক্ষা করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সদস্যরা যে কোনো ধরনের সংগৃহীত তথ্য বা নথি কোনোভাবেই বাইরে প্রকাশ করতে পারবেন না। এই বিষয়ে লিখিত প্রতিশ্রুতি তাদের নিয়োগ চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নতুন নির্দেশনা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই নীতিমালা ইসলামি ব্যাংকিং...