ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্রতম একটি দেশ সান মারিনো। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ ইসরায়েলের আগ্রাসনের শিকার দেশটিকে রাষ্ট্রস্বীকৃতি দিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের ওয়াফা নিউজ।প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক সভার পঞ্চম দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) ভাষণ দেওয়ার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি।এর আগে চলতি সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল।জাতিসংঘের ভাষণে সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি বলেন, ‘গত ১৫ মে আমাদের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে চলতি বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ এই পরিষদের সামনে আমরা সেই সিদ্ধান্ত ঘোষণা দিচ্ছি, সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’এ সময় তার এই ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান...