জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়।’শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্দির পরিদর্শন ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।’এনসিপির আহ্বায়ক বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, তাদের দাবি-দাওয়া পূরণে সহায়তা করবেন। তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করবেন। রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।’প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূসের আহ্বাননাহিদ আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি। হিন্দু...