শুরু হলো ‘সুখীর কেয়ার অ্যান্ড উইন’ ফেস্টিভ্যাল। প্রথমবারের মতো সুখী নিয়ে এলো এমন এক উৎসব, যেখানে আপনার স্বাস্থ্য সেবা আপনাকে পৌঁছে দেবে দারুণ সব পুরস্কারের কাছে। ক্যাম্পেইন চলাকালীন ন্যূনতম ৫ হাজার টাকা ব্যয় করে আপনিও পেতে পারেন ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো ম্যাক্স, জি ডি এল গিগা এক্স ওয়াই ১০ অথবা এক বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। সুখীর যেকোনো সেবা যেমন ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ফার্মেসি, হেলথ মল থেকে কেনাকাটা, সার্জারি বুকিং কিংবা কেয়ারগিভার, মেডিকেল ট্যুরিজমসহ সব সার্ভিস এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত থাকছে। গ্রাহকরা ‘আমি সুখী বেসিক (Win iPhone 17)’ প্যাকেজটি মাত্র ১০০ টাকা ক্রয়...