২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে সামন্তা ও বেনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বাঘাডাঙা ও কুমিল্লাপাড়া সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১৫ বাংলাদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা মদ এবং আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায়...