এর আগে শনিবার তামিলনাড়ুতে পদদলিত হয়ে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। একই সমাবেশে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের আগে বিজয় তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন। সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি. সেলভারাজ রয়টার্সকে জানিয়েছেন, টিভিকে দলের সিনিয়র নেতা বুসি আনন্দ, নির্মল কুমার এবং ভিপি মাথিয়ালাগনের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের দিকে প্রথম পদক্ষেপ' হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি উল্লেখ করেন, টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় ছিল দ্বিগুণেরও বেশি। তামিল...