এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। পাকিস্তান টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুটা যতোটা ভালো ছিল, ওপেনিং জুটি ভাঙার পর ঢের বেশি খারাপ করে পাকিস্তান। ৯.৪ ওভারে ৮৪ রান করা পাকিস্তান; এরপর ৬২ বলে মাত্র ৬২ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুঁটিয়ে যায়। ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার শাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই তরুণ ওপেনার ৩৫ বলে ফিফটি হাঁকান। ৯.৪ ওভারে দলীয় ৮৪ রানে সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ফখর জামানের সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন ফারহান। এর...