জামায়াতে ইসলামী যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে মূল এজেন্ডা কী হবে—আজ রোববার দ্বিপক্ষীয় এক বৈঠকে জামায়াতের আমিরের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেছেন, এ ব্যাপারে জামায়াতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন। সেগুলো হলো—প্রথমত, দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা, বৈষয়িক, মানবিক—সব দিক থেকে নাগরিকেরা যাতে যোগ্য হতে পারে, সে ধরনের শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে। তৃতীয়ত, সোশ্যাল জাস্টিস (সামাজিক ন্যায়বিচার) প্রতিষ্ঠা করা হবে। এ প্রসঙ্গে ইইউ প্রতিনিধিদলকে জামায়াতের আমির আরও বলেন, বিগত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন, বিশেষ করে জামায়াতে ইসলামীর সাংবিধানিক ও গণতান্ত্রিক...