খাগড়াছড়িতে ১২ বছরের কিশোরী ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন দমনে নিরপরাধ আদিবাসীদের ওপর ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত এক বছরে এই জেলায় ৭ জন আদিবাসী নারী ধর্ষণের শিকার হলেও, এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। এমতাবস্থায় পুনরায় কিশোরীকে বর্বোরিচত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায়বিচারের দাবিতে যৌক্তিক আন্দোলন কী অপরাধ? মূলত সেনাবাহিনীর কর্তৃত্বাধীন প্রশাসনকে এই প্রশ্নের জবাব দিতে হবে।”আরো পড়ুন:প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিবদুদক নিজেই দুর্নীতিমুক্ত না হলে অন্যকে বলার অধিকার রাখে না: চেয়ারম্যান প্রধান উপদেষ্টার...