গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লিমিটেডের কারখানায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, কারখানার বয়লার সেকশনের হিটার মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। হিটার মেশিন লিক করে থার্মোওয়েল বের হলে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌনে ২ ঘণ্টার চেষ্টায়...