ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্যান চুরিকে কেন্দ্র করে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এ সংঘর্ষ দেড় ঘণ্টাব্যাপী চলে। এ ঘটনায় জাকু মাতুব্বর (৬০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, ভ্যান চুরিকে কেন্দ্র করে একটি সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। খান পক্ষের নেতৃত্ব দেন সোনাখোলা গ্রামের শাজাহান খান (৬৫) ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন বাদশা মাতুব্বর (৬৫)। একটি...