নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তাসহ (৪০) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে মহিলা লীগের সভানেত্রীর বাড়িতে আওয়ামী লীগের গোপন মিটিং করার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- বন্দরের ফরাজীকান্দ এলাকার শাহাদৎ হোসেন মিয়ার স্ত্রী সালিমা হোসেন শান্তা, ২২নং ওয়ার্ড বন্দরের রেলি আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন ও যুবলীগ নেতা পায়েল। এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, বন্দর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শান্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। রোববার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা...