নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচরাচর এই পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন না। তবুও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় অন্য সবার মতো তারাও সাধ্যমতো চেষ্টা করছেন তাদের উৎসবে মেতে উঠতে। মাসাধিককাল ধরে প্রতিমা নির্মাণ শেষে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শুরু হলো নারায়ণগঞ্জের শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে আজ রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার মহাশ্মশান কালীবাড়ি পূজা মণ্ডপে প্রথম দিনেই উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। আতলাপুর বাজার মহাশ্মশান কালীবাড়ি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি শ্রী বাদল দাস চৌধুরী বলেন, ‘আমাদের এই মন্দির জেলা সদর থেকে এত দূরে হওয়া সত্ত্বেও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম স্যার...