১১৩/২ থেকে ১৪৬/১০, ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে এশিয়া কাপ ফাইনালে রীতিমত ব্যাটিং ধস দেখেছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও ফখর জামানে উড়ন্ত শুরু পেয়েছিল পাকিস্তান। ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরই পাকিস্তান ব্যাটারদের চেপে ধরে ভারতীয় বোলাররা। কুলদীপ যাদবের স্পিনে দেড়শ রানের আগেই থামে পাকিস্তানের ইনিংস। শিরোপা ঘরে তুলতে ভারতের লাগবে ১৪৬ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে সালমান আগার দল। উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান করেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। ৯.৪ ওভারে ৮৪ রানে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দেন ফারহান। ৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন। টি-টুয়েন্টিতে তিনি...