রাজধানী কিইভসহ ইউক্রেইনের বিভিন্ন স্থানে রাশিয়ার টানা ১২ ঘন্টার বেশি সময়ের বিমান হামলাকে ‘ঘৃণ্য ও নৃশংস’ বলে নিন্দা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৭০ জন আহত হয়। জেলেনস্কি বলেছেন, নিহতের ঘটনা বেশিরভাগই ঘটেছে রাজধানী কিইভে, যেখানে হামলার জন্য আরও বেশি প্রজেক্টাইল তাক করা আছে এবং নিহতদের মধ্যে ১২ বছরের একটি মেয়ে আছে। প্রায় ৬শ’ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের ৭ টি অঞ্চলে ছুড়েছে রাশিয়া। সম্পতি কয়েকমাসে এটিই ছিল রাশিয়ার সবচেয়ে ভারি হামলা। জেলেনস্কি জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ১২ ঘণ্টারও বেশি সময়ে ইউক্রেইনে ৫০০ ড্রোন এবং ৪০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। প্রধান লক্ষ্য ছিল ইউক্রেইনের রাজধানী কিইভ এবং জাপোরিজিয়া, কেমেলনিটস্কি, সুমি, মাইকোলাইভ, চেরনিহিভ এবং ওডেসা। জেলেনস্কি...