২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীর সংযোগ খাল বর্তমানে কচুরিপানায় ভরাট হয়ে গেছে। খালটি পাটগাতী এলাকা থেকে শুরু হয়ে গিমাডাঙ্গা, চরপাড়া, মল্লিকের মাঠ, আজিমবাজার হয়ে বাঘিয়ার নদীমুখ পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে সড়কের উন্নয়ন কাজের কারণে খালের বিভিন্ন অংশে রোডের মাটি পড়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। তাছাড়া খালের বিভিন্ন অংশে ইচ্ছেমতো বাঁধ (ব্যারিকেড) বা ব্যাসাল দেওয়ায় পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পাটগাতি বাস স্ট্যান্ড থেকে গিমা ডাঙ্গা মল্লিক এর মাঠ পর্যন্ত দুই কিলোমিটার খাল কচুরি এমন ভাবে জব্দ হয়ে আছে খালে নামার অবস্থা নেই। অতি জরুরি ভাবে খাঁলটির কচুরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। কচুরি থাকার ফলে কৃষিকাজ, গৃহস্থালি ও খালপাড়ের বসবাসকারীরা...