বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) আনসার অ্যান্ড ভিডিপির সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজার নিরাপত্তায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে— সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবে দায়িত্ব পালনের জন্য। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে প্রায় দুই লাখ তরুণকে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষিত করে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত এভিএমআইএস সফটওয়্যার ও শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করে পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হয়েছে। এসব অ্যাপের মাধ্যমে মোতায়েনকৃত সদস্যরা দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন...