এরপরই রোববার (সেপ্টেম্বর) সকালে দুদকের একটি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালায়। এ সময় চলতি বছরের এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করেই জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল। পরে যাচাই-বাছাইয়ে আরও ১৫ জনের তথ্য পাওয়া যায়। পরে ১৭ জনের ফল বাতিল করেছিল শিক্ষা বোর্ড। এছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে নাম্বার বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক মুহাম্মদ একরামূল হককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গত ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে...