ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম শরিয়াহ ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি)। এই কমিটি গঠনে প্রতিটি সদস্যের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। পাশাপাশি কোনো সদস্যকে অপসারণ করতে হলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। কমিটি গঠিত হবে তিন বছর মেয়াদের। একজন সদস্য টানা দুই মেয়াদ বা ছয় বছর কমিটিতে থাকতে পারবেন। এরপর দুই বছর বিরতি দিয়ে আবার কমিটির সদস্য হতে পারবেন। কমিটিতে শরিয়া জ্ঞানসম্পন্ন মেধাবীদের নিয়োগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে তার জন্য পর্যদ দায়ী থাকবে। কারণ পর্ষদ কমিটি গঠন করে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে রোববার একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ...