ঢাকার ক্লাব কোটায় কাউন্সিলর ৭৬ জন। মনোনয়নপত্র কিনেছিলেন ৩২ জন। আর আজ রোববার জমা দিয়েছেন ৩০ জন। এখন প্রশ্ন একটাই, এই ৩০ জনই কি শেষ পর্যন্ত নির্বাচন করবেন? মনোনয়নপত্র বৈধ না হলে ভিন্ন কথা; এমনিতে কী এই ৩০ জনের সবাই শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন? সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ৭২ ঘণ্টার মধ্যেই। তবে তার আগে এখন চলছে নানা হিসাব-নিকাশ। এর মধ্যে আছে সমঝোতার খবরও। যদিও আজ তামিমপন্থী বিএনপি সমর্থিত প্যানেলের অন্যতম শীর্ষ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু মিডিয়ার সামনে সেভাবে সমঝোতার কথা মানতে চাইলেন না। তারপরও সমঝোতার উদ্যোগ যে নেয়া হয়েছে, সে প্রক্রিয়া যে এখনো চলছে; তাতো প্রায় ওপেন সিক্রেট। দু’পক্ষের সাথে কথা বলে জানা গেছে, তামিমের নেতৃত্বাধীন প্যানেল থেকে ৯ জন আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থনপুষ্টদের...