গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এবং পৃথক মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পৃথক কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। নারী মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাস রিসোর্টে অভিযান চালিয়ে ১৮ জন আর গাজীপুর সাফারি পার্কে শনিবার রাতে অনধিকার প্রবেশের পর রহস্যজনক ঘোরাফেরা করায় ১১ জন, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ওরফে মঞ্জু মেম্বারসহ অন্য মামলায় মোট ৪০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মঞ্জু মেম্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকায় ৪০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এবং পৃথক মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর)...