প্রায় প্রতিটি আফ্রিকান দেশে ভাষা স্কুল প্রতিষ্ঠা করেছে চীন৷ পর্যবেক্ষকরা বলছেন, মহাদেশজুড়ে চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ এটি৷ মিরাদি চেকপোর সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছে৷ তিনি তার নিজ দেশ বেনিনে একটি চীনা ট্রেডিং কোম্পানিতে দোভাষীর চাকরি পেয়েছেন৷ ডিডাব্লিউকে চেকপো বলেন, ‘‘মাধ্যমিক বিদ্যালয়ে থাকাকালীন আমি চীনা টিভি চ্যানেল দেখতাম এবং চীন ভ্রমণ করে সংস্কৃতি সম্পর্কে জানার স্বপ্ন দেখতাম৷ তাই আমি চীনা ভাষা অধ্যয়ন করি ... এবং চীনা ভাষায় পেশাদার যোগ্যতা অর্জনের জন্য তিন বছর ধরে কোর্সে অংশগ্রহণ করি৷'' স্কুল শেষ করার পর চেকপো বেনিনের আবোমি-ক্যালাভি বিশ্ববিদ্যালয়ে চীনের ভাষা ও সংস্কৃতির প্রচারের জন্য সরকার পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউটে ভর্তি হন৷ তার আশা, একদিন এটি তার বড় স্বপ্নের সূচনা হয়ে দাঁড়াবে৷ চেকপো বলেন, ‘‘বেনিন থেকে চীনে গ্রীষ্মমন্ডলীয় পণ্য এবং চীন থেকে বেনিনে পণ্য...