‘আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি। কিন্তু সিন্ডিকেটের অপকর্মের কারণে আমরা সময়মতো যাইতে পারি না। আমাদের মূল দাবি আমাদেরকে মালয়েশিয়া নিতেই হবে। আমাদের সবার পারমিট হইছে, ভিসা হইছে, সবকিছু হইছে। এখন বাদ দিবে কেন? নিলে সবাইকে নিতে হবে।’ এভাবে করেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কয়েকশ’ ব্যক্তি রাজধানীর কারওয়ান বাজারে প্রায় সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধ করে। মালয়েশিয়া যাওয়াসহ ৫ দফা দাবিতে রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তাতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন মানুষ। ওই সময় শ্রমিকদের একটি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বেলা পৌনে ১১টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। তবে...