আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় নদী ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে খালেক একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল- ‘নদীকে দূষণমুক্ত করি, জীববৈচিত্র্যকে রক্ষা করি।’ অনুষ্ঠানে সংরক্ষণ টিমের সদস্য জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শরণলখোলা উপজেলার বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, খালেক একাডেমির শিক্ষিকা আশা মনি প্রমুখ। আয়োজকরা জানান, সুন্দরবনের নদী-খাল হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ভেসে যাচ্ছে। সংলগ্ন দোকানপাট থেকে ফেলা বর্জ্য, জেলে-বাওয়ালিদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী এবং ভ্রমণকারীদের ফেলে যাওয়া মোড়ক নদীতে জমে থেকে পানিদূষণ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। শিশুরা তাদের রচনায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে নদী...