অনূর্ধ-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। গতকাল শনিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশের যুবারা। দুর্দান্ত লড়াই করে ইনজুরি টাইমে ম্যাচের একেবারে শেষ মিনিটে ইহসান হাবিব রিদুয়ানের গোলে ২-২ গোলে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফল নির্ধারণে টাইব্রেকারে ভারতের কাছে পেরে ওঠেনি বাংলাদেশ। ভারত চারটি শটই জালে জড়ালেও বাংলাদেশের পক্ষে তিনটি শটের মধ্যে শুধুমাত্র অপু রহমান গোলের দেখা পেয়েছে। বাকি দুই শটে আজম খান ও ইকরামুল ইসলাম সফল হতে পারেননি। এর আগে ম্যাচের শুরুতে ৩ মিনিটে এগিয়ে যায় ভারত। দারুণ এক প্লেসিং শটে বাংলাদেশের গোলরক্ষক আলিফকে পরাস্ত করে গাংতে। ২৫ মিনিটে কর্নার থেকে মো. মানিক হেডের সাহায্যে...