গত শুক্রবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বক্সার আরবিন্দ লালওয়ানি। তিনি জুলকানে বাংলাদেশি বক্সারদের নিয়ে একটা বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছেন। প্রশিক্ষণ ক্যাম্পে আরবিন্দ লালওয়ানি বলেন, ‘জুলকান এরিনার সুযোগ-সুবিধাগুলো বিশ্বমানের। এই সুযোগ-সুবিধা দেখে আমি মুগ্ধ। সিঙ্গাপুরের ক্লাবগুলোতেও এ রকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। বিশ্বে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করলেও এই ক্লাব ওপরের দিকেই থাকবে। অনেক দেশেই বক্সিংয়ের এ রকম সুযোগ-সুবিধা নেই। ভালো মানের বক্সার তৈরি করতে হলে সব কিছুই উন্নত হতে হবে। জুলকান এরিনা এককথায় দারুণ। ভবিষ্যতে এটা আরও এগিয়ে যাবে।’ লালওয়ানি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বক্সিংয়ের মান ও সক্ষমতার মান পাল্টে দিতে পারে। এই উদ্যোগকে ঘিরে আয়োজকরা আশাবাদী যে, বসুন্ধরার এই প্রচেষ্টা বাংলাদেশের বক্সিংয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।...