এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শুরুটা দারুণ হলেও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলিং তাণ্ডবে পাকিস্তান ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১৪৬ রানে থেমে যায়।১৯.১ ওভার টিকতে পেরেছে তাদের ইনিংস। ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান শুরুতে প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারে ভয়াবহ ব্যর্থতা দলকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ইনিংসের শুরুতে ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। তাকে দারুণ সঙ্গ দেন ফখর জামান, ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। তবে এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। সাইম আয়ুব করেন ১৪ রান, বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সালমান আলি আঘা (৮), মোহাম্মদ হারিস (০), হুসাইন তালাত (১), শাহীন আফ্রিদি...