২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম দুই ওপেনারের ব্যাটে পাওয়া উড়ন্ত শুরুটা কাজে লাগাতে পারল না পাকিস্তান। বাকি ব্যাটার ব্যস্ত সময় কাটালেন আসা-যাওয়ায়। এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে বড় সংগ্রহের আশা জাগিয়েও দেড়শর আগেই গুটিয়ে গেল পাকরা। দুবাইয়ে রোববার ১ উইকেটে ১১৩ থেকে ১৪৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। শিরোপা জিততে ভারতের দরকার স্রেফ ১৪৭ রান। টস হেরে ব্যাটে নেমে ৫৮ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। ৩৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে আউট হন শাহিবজাদা ফারহান। এরপর ফখর জামানের সঙ্গে কিছু সময় উইকেটে ছিলেন টুর্নামেন্ট জুড়ে ব্যর্থতার পরিচয় দেওয়া সাইম আয়ুব। ১৩তম ওভারে তার বিদায় দিয়েই শুরু হয় ধ্বস। সেই থেকে ১৯তম ওভার বাদে প্রতি ওভারেই উইকেট...