আসরে ভারতের কাছে আগের দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। হারের চেয়ে বড় ব্যাপার, জমাতে পারেনি একটি ম্যাচও। এশিয়া কাপের ফাইনালে ব্যাট হাতে আরেকবার ফুটে উঠেছে পাকিস্তানের দৈন্যতা। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি দলটি। ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১৪৬ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান মিলে। ৯.৪ ওভারে আসে ৮৪ রান। জুটি ভাঙেন বরুন চক্রবর্তী। ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করেন ফারহান। ৩৫ বলে সমান দুটি করে চার ও ছক্কা মারা ফখরকেও ফেরান বরুন। ওয়ানডাউনে নামা সাইম আইয়ুব ১১ বলে ১৪ রান করে কুলদীপ যাদবের শিকার হন। এরপরই শুরু হয় পাকিস্তানের ছন্দপতন। ১১৩ রানে ১ উইকেট...