আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংহতি আন্দোলন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৩ অক্টোবরের মধ্যে জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৃত্তান্তসহ দলের দপ্তরে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে। রোববার গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতোমধ্যে যারা প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই-বাছাই চলছে। দলের মনোনয়ন বোর্ডের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বোর্ড সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গেল ৫ অগাস্ট আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়েও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বার্তা দিয়েছেন। তার আগে সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত...