ফিল্ডিংয়ে নামার আগে সতীর্থদের ঘিরে বক্তব্য দিচ্ছেন নিগার সুলতানা নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুর চাপ ধরে রেখে দারুণ জয় পেল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল গতকাল শনিবার ১ রানে হারিয়েছে স্বাগতিকদের। ২৪২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের মেয়েরা ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছে ২৪১ রানে। প্রস্তুতি ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে শেষদিকে দারুণ জমে যাওয়া লড়াইয়ে জয় পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। মূল মঞ্চে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাটারদের ঝালিয়ে নেয়ার সুযোগটা নেয় বাংলাদেশ। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ফারজানা হক, দ্বিতীয় ওভারে তিনি বিদায় নেন ১ রান করে। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি...