পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার (বালক ও বালিকা) কাপ পর্বের খেলা রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের খেলায় প্রথম ম্যাচে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ২৩-০ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। প্রথমার্ধে ১৮-০ গোলে এগিয়ে ছিল ভিকারুননিসা। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ৮-৪ গোলে হারিয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে সাউথ পয়েন্ট মালিবাগ শাখা ৬-২ গোলে হারিয়েছে সাউথ পয়েন্ট বনানী শাখাকে। প্রথমার্ধে বনানী শাখা ২-১ গোলে এগিয়ে ছিল। নিজেদের ২য় খেলায় ভিকারুননিসা ৩২-০ গোলে হারিয়েছে সেন্ট ফ্রান্সেস জেভিয়ার্স স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০ গোলে এগিয়ে ছিল। সানিডেইল ২৪-১ গোলে সাউথ পয়েন্ট বনানীকে পরাজিত করে। বিজয়ী দল...