ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দেশের প্রায় ৩২ হাজার মণ্ডপে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছরই এই উৎসব ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। এবারও পূজা শুরু হওয়ার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সেই শঙ্কা আরও বাড়ে। এরই ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি বিবেচনায় ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মণ্ডপগুলোকে। ঝুঁকিপূর্ণ ৭০৫৪টি পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ ১০৯৭২টি: আনসার ডিজি ঢাকায় ঝুঁকিপূর্ণ ৮৯টি মণ্ডপ, থাকবে ৪ স্তরের নিরাপত্তা: ডিএমপি গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা বাহিনীর এই তালিকা অনুযায়ী সারাদেশে ৭ হাজার ৫৪টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০ হাজার ৯৭২টি এবং সাধারণ ক্যাটাগরিতে রয়েছে ১৩ হাজার ৫৫০টি। এই তালিকা অনুযায়ী রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপের সংখ্যা ৮৯টি। আইনশৃঙ্খলা বাহিনীগুলো...